একটাই আকাশ


একটাই আকাশ লিয়ানা বদর অনুবাদ: বিদ্যুত খোশনবীশ পিচঢালা পথ আর পর্বতদেহের মাঝখানে নুড়িপাথরের বেশ উঁচু একটি স্তুপের উপর ও দাঁড়িয়ে ছিল। নিশ্চল দেহ আর জমাট দৃষ্টিতে ও দাঁড়িয়ে ছিল মোমের পুতুলের মতো। একটি কালো চোখ তখনও দ্যুতিময়! দাবার ছকে বীরযোদ্ধার ক্ষুদ্র প্রতিকৃতির মত ওর দাঁড়ানোর ভঙ্গি আমার দৃষ্টি কেড়ে নিলো। সামান্য ঝুঁকে ওকে হাতে তুলে…