ওয়াদ হামিদের ডুয়ামগাছ


ওয়াদ হামিদের ডুয়ামগাছ মূল: তায়েব সালেহ অনুবাদ: বিদ্যুত খোশনবীশ তুমি যদি পর্যটক হয়ে আমাদের গ্রামে আসো তাহলে খুব বেশিক্ষণ থাকতে চাইবে না। বরাবর এরকমই ঘটেছে। শীতকালে যখন খেঁজুরগাছগুলো অজস্র ফুলে ভরে উঠে, আসলে দেখবে, কালো মেঘ কী নির্দয়ভাবে গ্রামটিকে আচ্ছন্ন করে রেখেছে। খোকা, এ মেঘ ধুলোর নয়, এ মেঘ ঘন কুয়াশাও নয়। এ মেঘ বালু-মাছিদের।…