ফ্রানৎস কাফকা’র এক জোড়া গল্প


ফ্রানৎস কাফকা’র এক জোড়া গল্প অনুবাদ: বিদ্যুত খোশনবীশ সম্রাটের বার্তা ওহে হতভাগা প্রজা, সাম্রাজ্যের সূর্য থেকে পালিয়ে বেড়ানো ক্ষুদ্র এক ছায়া তুমি। অথচ লোকে বলে, সম্রাট তাঁর মৃত্যুশয্যা থেকে তোমার কাছে বার্তা পাঠিয়েছেন। শুধু তোমার কাছে। কথিত আছে, সম্রাট বাহককে তাঁর শয্যাপাশে হাঁটু গেড়ে বসার আদেশ করেছিলেন। তারপর ফিসফিস করে তাকে শুনিয়েছিলেন বার্তাটি। গুরুত্বপূর্ণ ছিল…