আদুনিস-এর কবিতা


বিংশ শতাব্দী’র প্রতিবিম্ব শিশুর মুখ দিয়ে সজ্জিত একটি কফিন কাকের নাড়িভুড়িতে লিখে রাখা একটি বই ফুল হাতে অগ্রসরমান ক্লান্ত একটি পশু উন্মাদের ফুসফুসে শ্বাস নিতে থাকা একটি পাথর এটাই, এটাই বিংশ শতাব্দী। দু’জন কবি ধ্বনি ও প্রতিধ্বনির মাঝখানে দাঁড়িয়ে আছে দু’জন কবি। প্রথমজন কথা বলে খন্ডিত চাঁদের মত আর দ্বিতীয়জন শিশুর মত নিস্তব্ধ, প্রতিরাতেই সে…